August 18, 2013

সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাব





সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাব।
পদ্ধতি :
(
)প্রথমে My computer যেয়ে right click করুন।
(
)তারপরে Manage ক্লিক করুন। দেখবেন computer Management window
আসবে।
(
)এবার Diskmanagement ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(
)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(
)তারপরে Fomat ক্লিক করুন।
পদ্ধতি :
(
)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(
)তারপরে cmd লিখুন
(
)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs
লিখে ইন্টার চাপুন।
[
এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(
)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন
পদ্ধতি :
(
)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(
)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(
)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(
)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।
আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব? আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভালএকটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়।এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন
যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলেসিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্টহয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতেকম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও সমস্যা হতে হতে পারে। রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় সমস্যা হতে পারে
 


Like হলে কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....