July 22, 2012

Call Block না করে বাঁশ দিন বিরক্তিকর caller কে !!


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের একটি টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা বিরক্তিকর কলারকে Block না করেই তাকে মজা দেখাতে পারবেন এই টিপসটি সকল GP, ROBI, BANGLALINK AIRTEL গ্রাহকদের জন্য
.
»» »»
এ্যাকটিভ করার পদ্ধতি «« «« প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন যান (voice call) তারপর সেখান থেকে Divert when busy/If busy তে চাপুন এবং Activate চাপুন তারপর To other number নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন বাস আপনার কাজ শেষ
) জিপি এর জন্য১২৬৬
) রবি এর জন্য৮১২১
) বাংলালিংক এর জন্য৭৭০
) এয়ারটেল এর জন্য৭৮৯
**
সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতে পারে
এবার ফলাফলঃ এখন যে কলার আপানাকে call করুকনা কেন, আপনি শুধু call টা কেটে দিন এখন যে আপনাকে call করেছে তার ১৪ টা বাজতে শুরু করেছে অর্থা তার মোবাইল Call টা রিসিভ হয়ে গেছে
.
No problem
আপনার টাকা কাটবেনা dont believe it ?! Try করুন
.
»» »»
বন্ধ করার পদ্ধতি «« ««
.
** cancel
করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন

Like হলে কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....