May 11, 2015

ছাত্র ছাত্রীদের জন্য ইন্টারনেটের কিছু চমৎকার সুবিধা নিয়ে আসলাম আজ

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা সবাই জানি বর্তমানে ইন্টারনেট আমাদের জীবনকে অনেক উচুতে নিয়ে গেছে যেটা কল্পনা করা যায় না। যেটা ১৯৮৯ সালে প্রথম টিম বার্নার্স-লি আবিস্কার করে। এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যখন এটা ছাড়া কিছুই ভাবতে পারিনা। বহু কাজ হচ্ছে আজ ইন্টারনেটে সাড়া দুনিয়া ব্যাপী এবং সাড়া পৃথিবীটা কে আজ হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেট। তো বন্ধুরা আজ আমরা ইন্টারনেট এর কিছু চমৎকার সুবিধা নিয়ে আলোচনা করব। ইন্টারনেট নানা ধরনের সুবিধা প্রদান করছে মানুষকে, যে প্রধান প্রধান সুবিধা গুলো আজ আমরা পাচ্ছি সে গুলো নিচে আলোচনা করা হল
internet
তথ্য শেয়ারিং করা
আপনি ইন্টারনেটে এমন একটি কাজ করতে পারবেন যেটা সবার উপকার এ আসে। আপনার যাবতীয় তথ্য সবার কাছে শেয়ার করতে পারবেন। বিজ্ঞানী বা গবেষকরা তাদের সকল কিছু সবার মাঝে শেয়ার করে মানুষের কল্যাণের জন্য ইন্টারনেটে যেটার শেয়ার করার প্রক্রিয়া খুব সহজ।
তথ্য সংগ্রহ করা
ইন্টারনেটের ওয়েব সার্ভারে বিভিন্ন ধরনের অনেক বিশাল তথ্য ভাণ্ডার আছে যেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য পেতে পারেন। যেটা আমাদের ছাত্রদের জন্য তাদের নিজ নিজ বিষয়ের উপর অনেক ভাল কিছু করতে পারে। যেখানে আছে কোটি কোটি ওয়েবসাইট এ টেক্সট এবং ছবি আকারে বিভিন্ন তথ্য। যা থেকে আপনি সহজেই বিশ্বের প্রতিটি বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। এই কাজের জন্য আপনি বিশেষ ধরনের কিছু ওয়েব সাইট আছে যে গুলো ইন্টারনেটে সার্চ ইঞ্জিন নামে সবাই জানে এবং আপনি এই সার্চ ইঞ্জিন ব্যাবহার করে সেখান থেকে সকল ধরনের তথ্য পেতে পারেন, এই সার্চ ইঞ্জিন এর ভিতর আছে google.com, altavista.com, search.com, yahoo.com, ask.com, bing.com ইত্যাদি সহ আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন। যেখান থেকে আপনি দিনের ২৪ ঘন্টাই সেবা পেতে পারেন
সংবাদ জানা
আপনি চাইলে সব সময় ইন্টারনেট থেকে সবার আগে নতুন সংবাদ পেতে পারেন। সারা দুনিয়ার সব বড় বড় সংবাদ পত্র অধিকাংশ ইন্টারনেট এ আছে। সারা বিশ্বের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সর্বশেষ খবর পেতে পারেন যেগুলো তাদের ওয়েবসাইট আছে। যে গুলো কিছু সময় পর পর তাদের নতুন আপডেট দেয়।
অনলাইনে চাকরি খোজা
আপনি ইন্টারনেটে খুজতে পারেন বিভিন্ন ধরনের চাকরি। সারা বিশ্বের সব বড় বড় কর্পোরেট অফিস গুলো তাদের কর্মী নিয়োগ এর ক্ষেত্রে সব থেকে অনলাইনে বিজ্ঞাপন দেয় বেশি যা আপনি সার্চ ইঞ্জিন থেকে খুজে পেতে পারেন।
যোগাযোগ রক্ষা
ইন্টারনেট আমাদের সারা দুনিয়া কে হাতের মুঠোয় এনে দিয়েছে। ইন্টারনেট দিয়ে আপনি এখন সহজেই অনেক দূর দুরান্তে যারা থাকে তাদের সাথে এখন সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন যেমন, চ্যাট,ভিডিও কনফারেন্সি্‌ ই-মেইল, ইন্টারনেট টেলিফোনি ইত্যাদি এগুলো দিয়ে আপনি সারাক্ষণ সবার সাথে যোগাযোগ রাখতে পারেন
এছাড়া আপনি ইন্টারনেট দিয়ে আরো নানা বিধ কাজ করতে পারেন, ইন্টারনেট খুব সহজ করে দিয়েছে আমাদের জীবন এর চলাফেরার স্টাইল আপনি আজ সারা দুনিয়াতে এরই জয়জয়কার শুনবেন সব জাইগাতে, তো বন্ধুরা আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পজন্ত সকলে ভালো থাকবেন
collected
ভালো লাগলে Like o কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....