বিসমিল্লাহির রহমানির
রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক
প্রীতি,
সম্মান,
শুভেচ্ছা ও ভালবাসা
জ্ঞাপন করছি। আশাকরি
আল্লাহ্র
অশেষ রহমতে সবাই
ভালো আছেন।
বর্তমানে অনলাইনে
প্রতিনিয়ত অবাক করা
কাজ আসছে। আজ
দেখবেন লেখা দিয়ে
কিভাবে সুন্দর জিফ
এনিমেশন করা য়ায়।
আর কেউ যদি
সফটওয়্যারের মাধ্যমে চমৎকার
এনিমেশন তৈরী করতে
চান তাহলে আমার
কুল-থ্রীডি
সফটওয়্যারের উপর
টিউনটি দেখতে পারেন।
ওয়েবসাইটি দেখা
যাবে।
১. Text এর
ঘরে আপনি যে
লেখাটি এনিমেশন আকারে
দেখতে চান সেই
লেখাটি লিখুন।
২. Font type এর সামনে Preview দিয়ে ফন্ট স্টাইল
নির্ধারণ করে দিতে
পারেন।
৩. Generate ক্লিক করলে
লেখাটি এ্যানিমেশনে রুপান্তর
হয়ে যাবে।
Font type এর
সামনে
Preview ক্লিক করলে
বিভিন্ন ধরনের ফন্ট
দেখাবে এখান থেকে
ফন্ট পছন্দ করে Select this font ক্লিক করলে ফন্টটি
সেট হয়ে যাবে।
Generate ক্লিক করলে লেখাটি
এ্যানিমেশনে আকারে উপরে
শো করবে। লেখাটি
জিফ আকারে সেইভ
করতে
Download ক্লিক করুন।
আমার
লেখাটি সেইভ করার
পর এনিমেশন আকারে
এমন দেখাচ্ছে।
কষ্ট করে
আমার এই টিউনটি
দেখার জন্য কৃতজ্ঞতা
প্রকাশ করছি। আমি
আপনাদের ভালবাসায় সিক্ত
ও
পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক
সাড়া আমার নিত্যদিনের
প্রেরণা।
Like হলে কমান্ট করতে ভূলবেন না................
No comments:
Post a Comment
Plz Comment me If you Like my blog.....