August 18, 2013

BANGLALINK FREE INTERNET

Banglalink free internet


সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি -
বর্তমানে বাংলালিংকের কোন ফ্রি ইন্টারনেট সুবিধা নেই। বিভিন্ন ফেইসবুক পেইজ, ব্লগ থেকে ফ্রি ইন্টারনেটের কথা বলা হয়। এই ধরনের গুজবে কান দিবেন না।
ঠিক দিন আগে বাংলালিংকের ফেসবুক ফ্যান পেজে এমন একটা পোস্ট করা হয়েছিল শুনে খুব মজা পেয়েছিলাম গ্রামীণফোন , এয়ারটেল যেখানে সম্মিলিত ভাবে **** খাচ্ছে সেখানে বাংলালিংক ক্যাঙ্গারুর মত লাফাচ্ছে তাই আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি
সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্ অশেষ রহমতে পয়সাও নাই এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে ব্যাস হয়ে গেলো নেট চালু
এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন
Name = TipsTune.com
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80
আর কোন কিছু লিখবেন না এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন
এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন তবে যে কোন ওপেরা Handler কাজ হবে
ডাউনলোড শেষ হলে আগের কোন ওপেরা মিনি থাকলে সেটা রিমুভ করে এটা সেটআপ দিয়ে ফেলুন এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে ওখানে দিন -
www. nextwap. net
[
মাঝে কিন্তু স্পেস দেবেন না]
এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে নিচের দিকে Remove Port টিক মেরে দিন Proxy Type সিলেক্ট করুন HTTP
নিচে Proxy Server লিখুন
0.facebook.com:80
কাজ শেষ Save ক্লিক করুন বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন
এবার ওপেরা মিনি সেট আপ নেবে সেট আপ শেষ হলে ব্রাউজার রেডি এবার এখানে যান =
Settings == Advanced == Protocol == HTTP করে দিন
আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন না কিন্তু ওপেরার অ্যাড্রেস বারে নিচের কোডটি লিখুন =
0.facebook.com/l.php?u= কাঙ্খিত address [ অবশ্যই http:// - এটা সহ ]
উদাহরণঃ টেক টিউন্স ভিজিট করতে লিখুন
0.facebook.com/l.php?u=http://techtunes.com
এবার নিচের দিকে Confirm তে ক্লিক করুন তাইলেই আপনি কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন হয়ে গেলো কাজ এই পদ্ধতি ১০০% কাজ করছে ট্রাই করে দেখুন ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না ঘ্যাচাং করে কেটে নেবে আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো আর এই ফ্রী নেটটা যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে , তার জন্য আমি দায়ি না কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা পোস্ট করতে যে কি পরিমানে কষ্ট হয় তা যে পোস্ট করে সেই বোঝে তাই কেও এই পোস্টটা কপি পেস্ট করলে আমার আর টিপস টিউনের নামটা দিয়েন বাংলাদেশে অ্যান্ড্রয়েড দিয়ে বাংলালিংকে ফ্রী নেট চালানোর প্রথম কমপ্লিট টিউটরিয়ালটা আমি দিলাম সবাই ভালো থাকুন আল্লাহ্ হাফেজ
আমি সকালে বাংলালিংক এর ফ্রী নেট নিয়ে একটা পোস্ট করেছিলাম সেটা অবশ্য টেক টিউন্স টিম ডিলেট করে দিয়েছে আমার একটা কথা বলার আছে , সেটা হচ্ছে কোন কোম্পানি যদি ফ্রী নেট টিপস পোস্ট করার পর বন্ধ করে দেয় আমার কি করার আছে সেখানে? আশা করি আমি উত্তরটা পাবো
Post by NAZMUL HASAN
Like হলে কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....