সালাম জানিয়ে শুরু করছি। বর্তমান জীবনযাত্রায় কম্পিউটার একটি অন্যতম
গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন দিনের বেশিভাগ সময় তাঁর
ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারে সময় কাটান। কিন্তু আপনি কি জানেন? আপনার
কম্পিউটার কত টুকু বিদ্যুত খরচ করছে? ইচ্ছা করলে কম্পিউটারটি কী পরিমাণ
বিদ্যুৎ ব্যবহার করছে তা জানা সম্ভব। এই কাজটি কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে
করা যাবে জুল মিটার”নামের সফটওয়্যারটি ব্যবহার করে।
মাইক্রোসফট করপোরেশনের রিসার্চ ল্যাবে তৈরি করা এই সফটওয়্যারটি মনিটরের উজ্জ্বলতা, ব্যবহূত মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর ভিত্তি করে কম্পিউটারের ব্যবহূত মোট বিদ্যুতের পরিমাণ জানিয়ে দেয়। সফটওয়্যারটি http://bit.ly/Joulemeter ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে। মনে রাখবেন যে প্রথম আপনার কম্পিউটারে সফটওয়ার টি চালু করার পর calibration manual entry থেকে ল্যাপটপ অথবা ডেস্কটপ সিলেক্ট করে দিবেন।
Like হলে কমান্ট করতে ভূলবেন না................
মাইক্রোসফট করপোরেশনের রিসার্চ ল্যাবে তৈরি করা এই সফটওয়্যারটি মনিটরের উজ্জ্বলতা, ব্যবহূত মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর ভিত্তি করে কম্পিউটারের ব্যবহূত মোট বিদ্যুতের পরিমাণ জানিয়ে দেয়। সফটওয়্যারটি http://bit.ly/Joulemeter ঠিকানা থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে। মনে রাখবেন যে প্রথম আপনার কম্পিউটারে সফটওয়ার টি চালু করার পর calibration manual entry থেকে ল্যাপটপ অথবা ডেস্কটপ সিলেক্ট করে দিবেন।
Like হলে কমান্ট করতে ভূলবেন না................
No comments:
Post a Comment
Plz Comment me If you Like my blog.....