July 27, 2012

ফেসবুক এ চমকে দিন আপনার বন্ধুকে। আমার এক বন্ধু চমকে গিয়েছিল আশা করছি আপনার বন্ধু ও চমকে যাবে।

“বিসমিল্লাহির রহমানির রহিম”
ফেসবুক এ বন্ধুদের চমকে দিতে চাইলে বিশেষ কোন কিছু তার ওয়াল এ পোস্ট করতে হবে। এমন কিছু লিখতে হবে যাতে তার আগ্রহ জন্মায় বিষয়টার প্রতি। ভাবছেন  কি হতে পারে। আচ্ছা ঠিক আছে আমি কয়েকটা উদাহরন দিচ্ছি।
apcdoctor.wordpress.com


  • আপনি আপনার বন্ধুর ওয়াল এ এই লেখাটি পোস্ট করতে পারেন। Everybody Please report against this stupid profile “http://facebook.com/profile.php?=638383373” স্বভাবতই আপনার বন্ধু জানতে  চাইবে এটা কার অ্যাকাউন্ট যে তার বিরুদ্ধে রিপোর্ট করতে বলছেন। তখন সে আপনার দেওয়া লিঙ্ক এ ঢুকবে আর তখনই হবে আসল মজা।
>>>>ভাবছেন মজাটা কি? মজাটা হল যে এই লিঙ্ক এ ঢুকবে সে তারই ফেসবুক প্রোফাইল দেখতে পাবে। এটা বেশ মজার। চেষ্টা করে দেখতে পারেন।
  • আপনি আপনার বন্ধুকে একটা লিঙ্ক দিতে পারেন। যেমন rony.is-a-jerk.com । দেখবেন একটা ওয়েব পেজ আসবে আর সেখানে রনি সম্পর্কে অনেক কিছু লেখা। কিন্তু আপনার বন্ধুর নাম তো রনি না। তাহলে উপায়>>
>>>>লিঙ্কটা ভালো করে লক্ষ করুন। দেখবেন rony ডট is-a-jerk.com লেখা আছে। আর্থাৎ আপনি লিঙ্ক এর প্রথমে যে নাম লিখবেন সেই নামেই বিভিন্ন ধরনের কথা লেখা আসবে। যেমন যদি আপনি anik.is-a-jerk.com লেখেন তাহলে আনিক সম্পর্কে অনেক কথা লেখা আসবে। এই ট্রিক্সটা অনেক মজার। তো আর দেরি কেন এখনই চেষ্টা করে দেখেন।
আমার আরও পোস্ট দেখতে আমার ব্লগ ঘ্রে আস্তে পারেন। আশা করছি আরও মজার জিনিস পাবেন। Like হলে কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....