July 21, 2012

ইন্টারনেট থেকে মোবাইলে কল করুন বিশ্বের যেকোনো দেশে


(একেবারে ফ্রীতে)!!!
NAZMUL HASAN
এর আগের পোস্টে দেখিয়েছিলাম কিভাবে  ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রী SMS করতে হয়
এবার দেখাব কিভাবে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রী Call করা যায়। তোআসুন দেখি
 
প্রথমে এই লিঙ্ক প্রবেশ করুন
যে পেজটি এসেছে সেটিতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। Sign up with E-mail বাটনে ক্লিক করুন
এরপর সবকিছু ঠিকঠাক ভাবে পূরন করে Sign up বাটনে ক্লিক করুন
আপনার ইমেইলে একটি মেইল পাঠানো হবে। তাই আপনার মেইলটি খুলে Confirm করুন
এরপর যে পেজটি আসবে সেটিতে আপনার ছবি দিয়ে( না দিলেও চলবে) Finish বাটনে ক্লিক করুন
এরপর উপরে ডান পাশে My profile যান।
এবার Edit my profile ক্লিক করুন


এরপর Phone number আপনার মোবাইল নাম্বার দিয়ে Verifiy দিন

এবার যে পেজটি আসবে সেটিতে Verify my phone number ক্লিক করুন
তাহলে দেখবেন আপনাকে একটি  Code number দেওয়া হবে
এখন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটিতে একটি Call যাবে। Receive করলে আপনাকে Code number টি বলতে বলবে। Code number টি সঠিকভাবে মুখে উচ্চারন করুন। সবকিছু ঠিকঠাক হলে আপনার মোবাইল নাম্বারটির validitation সম্পন্ন হবে। তাহলে দেখবেন আপনার একাউন্টে 0.25জমা হয়েছে

ফ্রীতে Credit ক্রয়ঃ
ফ্রীতে ক্রেডিট ক্রয় করার জন্য উপরে ডান পাশে Invite friends ক্লিক করুন

তারপর share this link on Twitter, Linkedin or Facebook এর নিচের বক্সে দেওয়া লিঙ্কটি কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা এই লিঙ্কে গিয়ে উপরিউক্ত নিয়মে এই ওয়েবসাইটে একাউন্ট খুলে এবং নিজেদের মোবাইল নাম্বার ভেরিফাই করে। তাহলে প্রতি একাউন্ট খোলার জন্য আপনার একাউন্টে  0.15করে জমা হবে যা দিয়ে আপনি ফ্রী ফ্রী কল করতে পারবেন। 
এছাড়া আপনি চাইলে নিজে নিজে একাউন্ট খুলে মোবাইল নাম্বার ভেরিফাই করে আপনার একাউন্টে ক্রেডিট যোগ করতে পারেন। ভিন্ন ভিন্ন E-mail ঠিকানা পাওয়ার জন্য আপনি এই ওয়েবসাইট টি ব্যাবহার করতে পারেন। এখান থেকে মেইল ঠিকানা কপি করে ব্যাবহার করতে পারেন। এখানে সুবিধা হল আপনাকে মেইল confirmation এর জন্য কষ্ট করে  Log In করতে হবে না
কোনো কিছু না বুঝে থাকলে নিচে কমেন্ট করে জানান
Like হলে কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....