July 27, 2012

Xp মারতে আমরা বিরক্তবোধ করি কারন অনেক সময় লাগে ।যদি সময় টা কমানো যায় তাহলে সমস্যা নেই।xp মারতে আপনার সময় লাগবে মাত্র 10 মিনিট

উইন্ডোজ xp বুট করার পর পর পটাশন (c) নির্বাচন করুন । এবার আবশ্যক ফাইল কপি হলে আপনার কম্পিউটার Restart নিবে আর এখান থেকেই 10 মিনিটে করাতে পারেন । এবার পুনরায় বুট হবার পর আপনি উপরের ছবিটির মত একটি দেখেন এখানেই লেখা থাকে যে আপনার আপারেটিং সিস্টেম ইন্সটল হতে সময় লাগবে 40 মিনিট । এখন যদি 40 মিনিট কে 10 মিনিটে করতে চান তহলে কি করবেন আমি বলে দিচ্ছি সাথেই থাকুন ভাল লাগলে লাইক করবেন ।  
এখন Shift+f10 চাপুন দেখবেন একটি কমান্ড লিস্ট আসবে Taskmgr তে enter চাপুন একটি টেস্ক মেনেজার খুলবে 


 প্রসেস ট্যাবে ক্লিক করুন >এখনে setup.exeবাহির করেন>SETUP.EXE এর উপর রাইট ক্লিক করেন>set priority>নির্বাচন করুন Hight or above Normal.
আর কিছুই করতে হবেনা এবার দাখুন
Like হলে কমান্ট করতে ভূলবেন না................

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....