July 17, 2012

ডাবল অপারেটিং সিস্টেম দ্রুত চালু করবেন যে ভাবে

nazmul2020.blogspot.com
ডাবল অপারেটিং সিস্টেম দ্রুত চালু করবেন যে ভাবে
লিখেছেনঃ NAZMUL
পোস্টটি দেখেছেনঃ
সালাম নিবেন  আশাকরি সকলে ভালো আছেন। একই কম্পিউটারে যদি দুটি অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করা হয়, তাহলে ওএস চালু হতে সাধারণত ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হয়। ইচ্ছে করলেই আপনি ওই সময়টা আপনি কমাতে পারেন এবং ওএসের নামও পরিবর্তন করতে পারেন
জন্য উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে যান।এরপর সিস্টেম আইকনে ক্লিক করুন। সিস্টেম ডায়ালগ বক্সের অ্যাডভান্স ট্যাবের স্টার্টআপ এবং রিকভারির সেটিংসে ক্লিক করুন। স্টার্টআপ এবং রিকভারি ডায়ালগ বক্স খুললে প্রয়োজনমতো সময় নির্ধারণ করুন টাইম টু ডিসপ্লে লিস্ট অব অপারেটিং সিস্টেমে। এরপর টু এডিট দি স্টার্টআপ অপশনস ফাইল ম্যানুয়ালি, ক্লিক এডিটের পাশে এডিট বাটনে ক্লিক করুন। নোটপ্যাড খুলবে। ডিফল্টে উল্লেখ করে দিন কোন পার্টিশনে অবস্িথত অপারেটিং সিস্টেমটি খুলবে। আর যদি অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করতে চান তাহলে (অপারেটিং সিস্টেম) নিচে অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করে সেভ দিয়ে কম্পিউটার আবার চালু করুন
প্রথম প্রকাশ
সবাইকে ধন্যবাদ
পোষ্টটি লিখেছেন: NAZMUL HASAN

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....