ডাউনলোড করুন যে কোন মুভির Subtitle
আমরা
প্রায় সবাই কম-বেশী বিদেশী
মুভি দেখি। কিন্তু
মাঝে মাঝে ভাষা
বুঝতে আমাদের সমস্যা
হয়। তাই আমরা
subtitle ব্যবহার করে থাকি।আমি সব
সময় subtitle দিয়েই মুভি
দেখি। আবার সব
সময় মুভির সাথে
subtitle থাকে না। তাই
ডাউনলোড করে নিতে
হয়। আমি আজকে
আপনাদের সাথে subtitle ডাউনলোড করার
একটা সফটয়্যার শেয়ার
করছি। আমি সব
সময় এটিই ব্যবহার করি।
সফট টা আগে
ডাউনলোড করে নিন।
তারপর বলছি কিভাবে
subtitle পাবেন।
ডাউনলোড লিঙ্ক
সফটয়্যারটা install করে run করুন।
ডাউনলোড লিঙ্ক
সফটয়্যারটা install করে run করুন।
1. এখানে আপনার
কম্পিউটার থেকে মুভি
সিলেক্ট করুন
2. এখানে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন।
3. এখানে আপনি অনেকগুলো subtitle পেয়ে যাবেন। subtitle এ ডাবল ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। যেই ফোল্ডারে মুভি থাকবে সেই ফোল্ডারেই subtitle ডাউনলোড হবে।
ভালো লাগলে জানাবেন ।
2. এখানে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন।
3. এখানে আপনি অনেকগুলো subtitle পেয়ে যাবেন। subtitle এ ডাবল ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। যেই ফোল্ডারে মুভি থাকবে সেই ফোল্ডারেই subtitle ডাউনলোড হবে।
ভালো লাগলে জানাবেন ।
No comments:
Post a Comment
Plz Comment me If you Like my blog.....