July 17, 2012

Run Command তৈরি করুন


যে কনো কিছুর Run Command তৈরি করুন ইচ্ছে মতন

লিখেছেনঃ NAZMUL
আজকে দেখবো কিভাবে নিজের ইচ্ছে মতন নিজেই বানিতে নিতে পারেন যে কনো কিছুর একটি Run Command এটি দিয়ে আপনি সহজে রান কমান্ড দিয়ে আপনার ইচ্ছে মত প্রোগ্রামে ঠুকতে পারবেন কম সময়ে। ছবি,গান, সফটওয়্যার মানে আম্নার নয়নে যা ধরে তাই বানিতে নিতে পারেন রান কমান্ড। আজকে আমি একটি ছবির রান কমান্ড বানিয়ে দেখাবো এক্সাম্পল হিসাবে। খেলাম করুন আমার ছবিটির নাম linuxdj2.jpg এবং এটি আছে এই ফোল্ডারে C:\Documents and Settings\Administrator\Desktop\New Folder
তাহলে চলেন শুরু করি
Step 1: প্রথমে “Start” থেকে “Run” গিয়ে টাইপ করেন regedit
Step 2: এখন নিচের জায়গা মত খুঁজে খুঁজে সেখানে যান -
প্রথমে এখানে HKEY_LOCAL_MACHINE
এখন এখানে SOFTWARE
তারপরে Microsoft
তারপরে Windows
তারপরে CurrentVersion
অবশেষে Apps Path ক্লিক করুন
Step 3: এখন Apps Path এর উপরে রাইট ক্লিক করেন। তারপরে “New” ক্লিক করে “Key” তে ক্লিক করেন
Step 4: দেখুন একটি ফোল্ডার তৈরি হয়েছে এটার নাম দেন আপনে যে ফাইলের রান কমান্ড বানাতে চান সেই নাম দিন। যেমন আমি দিয়েছি linuxdj2.jpg [অবশ্যই নামের শেসে এক্সটেনশন দিতে হবে যেমন .jpg]
Step 5: আপনার বানানো ফোল্ডার এর উপরে ক্লিক করেন এখন ডান পাসে তাকিয়ে দেখুন default নামের একটি string ফেলু দেয়া আছে সেটির উপরে ডাবল ক্লিক করে ওপেন করুন
Step 6: এখন “value data” এর নিচে লিখার জায়গায় আপনার ফাইলটি যেখানে আছে সেই ঠিকানা টি লিখুন এবং সবার শেসে একটি স্লেশ দিয়ে সেই ফাইলটির নাম দিন। যেমন আমি দিয়েছি C:\Documents and Settings\Administrator\Desktop\New Folder\linuxdj2.jpg
Step 7: এখন সাদা জায়গায় রাইট ক্লিক করে তারপরে “New” ক্লিক করে “String Value” তে ক্লিক করুন তারপরে দেখুন একটি নতুন ভেলু এড হয়েছে এটির নাম দিতে হবে। নাম দিয়ে দিন Path. এখন উপরে ডাবল ক্লিক করে ওপেন করুন এবং আগের মতন “value data” এর নিচে লিখার জায়গায় আপনার ফাইলটি যেখানে আছে সেই ঠিকানা টি লিখুন এবং সবার শেসে একটি স্লেশ দিয়ে সেই ফাইলটির নাম দিন
By
NAZMUL HASAN

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....