July 15, 2012

বাংলাদেশী Facebook – facebook.com.bd কে উন্নত করতে সাহায্য করুন।


বাংলাদেশী Facebook – facebook.com.bd কে উন্নত করতে সাহায্য করুন।
জুলাই 9, 2012
লিখেছেন : nazmul hasan
পোস্টটি দেখেছেনঃ 786 জন
আমি জানি, এখানেও অনেক genius  আছে। তারা ইচ্ছে করলেই অনেক  কিছুই করতে পারে এ জন্য আমি তাদের সাহায্য কামনা করছি। আপনারা জানেন google – এর কাছে google.com.bd Domain আছে, yahoo-এর কাছে yahoo.com.bd Domain আছে । কিন্তু facebook – এর facebook.com.bd Domain টা  আমাদের কাছে আছে ।
ওটাকে আরো সুন্দর করে বাংলার social networking  site হিসেবে তৈরী করা গেলে কেমোন হয় ?
আমরা সবাই জানি, facebook – এর নিজেস্য server রয়েছে, এবং হাজারও জন ২৪/৭ এটাকে improve করছে।
এজন্য আমি বলছি না যে আমরা ওদের সাথে টক্কর দিবো। তবে আমারা শুধু আমাদের দেশের জন্য একটা এমন site তৈরী করতে পারি যেটাতে শুধু আমরা থাকবো আর কেউনা।
আমি facebook কে পরিত্যগ করার কথা বলছিনা।
আপনারা http://facebook.com.bd site টা দেখুন এবং মন্তব্য করুন।

No comments:

Post a Comment

Plz Comment me If you Like my blog.....