ভাইরাস কম্পিউটারের জন্য একটি বিপদজনক ব্যাপার।এটি কম্পিউটারের বিভিন্ন
গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্ট নষ্ট সহ আরও অনেক ক্ষতি করে ফেলে।আমারা
যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তারা কমবেশি সবাই autorun নামক ভাইরাসের
কথা জানি।
autorun অনেক ভাবে কম্পিউটারে প্রবেশ করে।তার মধ্যে একটি উপায় হল
পেনড্রাইভ,কার্ডরিডার ইত্যাদির মাধ্যমে প্রবেশ করা।আমরা যখন কম্পিউটারে এসব
ডিভাইস প্রবেশ করাই তখন এটি প্রবেশ করার সাথে সাথে ওপেন হয়ে যায় ঠিক
তখনই autorun টি কম্পিউটারে ঢুকার সুযোগ পায়।এটিকে সহজে রোধ করার উপায়
নিচে দেওয়া হলঃ
Windows 7 এর ক্ষেত্রেঃ
প্রথমে start-->run command চালু করতে
হবে।তারপর gpedit.msc লিখে enter ক্লিক করতে হবে।এখন Computer
configuration --> Administrative Templates-->Windows
components-->AutoPlay Policies-->Turnoff Autoplay তে গিয়ে ডাবল
ক্লিক করে যে পেজটি open হবে সেখানে থেকে Enable select করে turn off
autoplay on এর নিচের বক্স থেকেAll drivers সিলেক্ট করে Apply-->ok তে ক্লিক করতে হবে।
XP এর ক্ষেত্রেঃ
প্রথমে start-->run command চালু করতে হবে।তারপর gpedit.msc লিখে enter
ক্লিক করতে হবে।এখন Computer configuration --> Administrative
Templates-->system-->Turnoff Autoplay তে গিয়ে ডাবল ক্লিক করে যে
পেজটি open হবে সেখানে থেকে Enable select করে turn off
autoplay on এর নিচের বক্স থেকে All drivers সিলেক্ট করে Apply-->ok তে
ক্লিক করতে হবে।
Like হলে কমান্ট করতে ভূলবেন না................
No comments:
Post a Comment
Plz Comment me If you Like my blog.....